নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক প্রমূখ।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে অবস্থিত গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম ও মুক্তিযোদ্ধারা। পরে সেখানে মোনাজাত করা হয়।