নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম তোতা, সিরাজুল ইসলাম, পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসর রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, পৌর শাখার সভাপতি নুরুল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোবারক হোসেন, আজাদ আলী, শফি কামাল পলাশ, শাশ্বত চক্রবর্তী, মুরাদ হোসেন প্রমূখ।