Home » মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে হিরোইনসহ এক ব্যক্তিকে আটক।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে হিরোইনসহ এক ব্যক্তিকে আটক।

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে হিরোইনসহ ইসরাফিল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বন্দর পিটিআইয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইসরাফিল সদর উপজেলার হরিরামপুর গ্রামের আফতাব আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় পিটিআইয়ের সামনে থেকে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ইজিবাইক চালক ইসরাফিলের কাছ থেকে ৬ গ্রাম হিরোইন ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ সময় তাকে আটক করা হয় এবং ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

ঘটনার পর মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ৮(খ) ও ২৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন