Home » মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান ও হেরোইনসহ ৪ যুবক আটক

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান ও হেরোইনসহ ৪ যুবক আটক

কর্তৃক xVS2UqarHx07
253 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফুল ইসলাম, আল শাহরিয়ার, তুহিন শেখ এবং সাইফুল ইসলাম নামের ৪ যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রাম থেকে ৪ যুবককে গ্রেপ্তার করা হয়। আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে, আলশাহরিয়ার একই গ্রামের জামান আলীর ছেলে, তুহিন শেখ বামন পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এবং সাইফুল ইসলাম মানারুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে আমদাহ গ্রামে অভিযান চালিয়ে ওই ৪ যুবককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন