Home » মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের দুই দিনের রিমান্ড মঞ্জুর।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের দুই দিনের রিমান্ড মঞ্জুর।

কর্তৃক ajkermeherpur
33 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

থানা সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম পেরেশান এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত জি.আর. ২৭৭-২৮/০৮/২৪ নম্বর মামলায় গত ১ জুলাই পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে আটক করে। আটকের পর তাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

এরপর মেহেরপুর বিএনপি নেতা ইমনের দায়ের করা মামলায় জিআর-২৭৫/২৪ রবিবার সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাকে পুলিশ হেফাজতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। কারাগার থেকে তাকে থানায় নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন