Home » মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ঢাকা থেকে সাজ্জাদুর আনাম আটক।

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ঢাকা থেকে সাজ্জাদুর আনাম আটক।

কর্তৃক ajkermeherpur
37 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকার পল্লবী ১২ নম্বর রেসিডেন্সিয়াল এলাকায় বিশেষ অভিযানে মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমানকে আটক করেছে র‍্যাব-৪ ও পুলিশ।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যৌথভাবে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত চলমান রয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আটকের পর তাকে স্থানীয় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন