মেহেরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। বক্তব্য রাখেন ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম আলী, ইবনে মামুন,আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, মুক্তার হোসেন, ইন্তাজ হোসেন প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় এবং জন্মদিনের কেক কাটা হয়।