Home » মেহেরপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে আটক এবং মামলা

মেহেরপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে আটক এবং মামলা

কর্তৃক xVS2UqarHx07
443 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় ,বড়বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেল এর মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানো সহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৬টি মোটরসাইকেল আটক করা হয়। এবং ১০টি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান,গৌরাঙ্গ পাল, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এস আই মতিন, এস আই আবুল হাসেম, ট্রাফিক সার্জেন্ট মিল্টন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন

০ মন্তব্য

You may also like

মতামত দিন