আমঝুপি অফিস:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলা থেকে পাঠানো হয়েছিলো স্বাধীনতার ঘোষণাপত্র। সেই ইতিহাসকে সম্মান জানিয়ে এবার বাংলাদেশের ভবিষ্যৎ রুপরেখা—নতুন ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তৈরি হবে।”
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে ‘জুলাই অভ্যুত্থান’ এর এক বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাৎ করা হয়েছিলো। ২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা হবে এই নতুন ঘোষণাপত্রে।”
মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে পদযাত্রাটি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মেহেরপুর জেলা যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ ও সোহেল রানা প্রমুখ।
এর আগে কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে এনসিপির শীর্ষ নেতারা পথসভায় অংশ নিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকে “জনগণের বিজয়” আখ্যা দেন এবং নতুন রাজনৈতিক দিগন্তের সূচনার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় ‘গণঅভ্যুত্থান পদযাত্রা’ ও আলোচনা সভা চলবে।