আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার ৫ নং পিরোজপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদ্য ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. টিটন এবং যুগ্ম আহবায়ক হয়েছেন মো. খাইর আলী। এছাড়া সদস্য সচিব করা হয়েছে আনিসুর ইসলামকে এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. উজ্জ্বল।
কমিটিতে আরও রয়েছেন মো. রফিকুল ইসলাম, প্রীতিময় দাস, আব্দুল হানিফ, আব্দুল সালাম, মো. সিরাজুল ইসলাম, মো. শহিদুর রহমান, মো. রাজন, মো. বিজয়, মো. হাসিব রেজা, মো. আতিকুর রহমান, মো. শামীম, মো. রেজাউল ইসলাম, সুমিত আলী ও মো. নাহিদুল ইসলাম প্রমুখ। আহবায়ক কমিটির অনুমোদনপত্রে সদর উপজেলা এনসিপি’র সভাপতি মোহাঃ দারুল সালাম ও সাধারণ সম্পাদক মোহাঃ নাজমুল হোসেন স্বাক্ষর করেন।

