Home » মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
202 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

গরীব অসহায় মানুষের সেবাই নিবেদিত প্রাণ মেহেরপুরের পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী দম্পতি মরিয়ম ও সুমন । পৌরসভার টিকা কেন্দ্র টিকা দিতে এসে পেলেন চলাচলের জন্য হুইল চেয়ার প্রতিবন্ধী মরিয়ম।

রবিবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন ব্যক্তিগত উদ্যোগে মরিয়ম- সুমন দম্পতিকে হুইল চেয়ার প্রদান করেন। একইসাথে সন্তান সম্ভাব্য মরিয়ম বেগমকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি তার সন্তান হওয়া পর্যন্ত সমস্ত ব্যয় ভার গ্রহণের ঘোষণা দেন।

জানা গেছে দুপুরের দিকে প্রতিবন্ধী সুমন তার গর্ভবতী স্ত্রী প্রতিবন্ধী মরিয়মকে কোলে নিয়ে পৌরসভার টিকাকেন্দ্রে টিকা দিতে আসেন। বিষয়টি নজরে আসে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটনের। কথা হয় তাদের দুজনের সাথে। তাদের আকুতি ছিল অন্তত একটি হুইল চেয়ারের। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তাদের কথা শুনে স্বল্প সময়ের মধ্যেই পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মরিয়ম দম্পতির জন্য একটি হুইল চেয়ার তুলে দেন। হুইল চেয়ার পেয়ে অতিশয় খুশি হন এই দম্পতি।

পরে পৌর মেয়র মরিয়মের গর্ভবতি হওয়ার খবর শুনে তাৎক্ষণিক তাকে মিষ্টিমুখ করান। এবং মরিয়মের সন্তান হওয়া পর্যন্ত সমস্ত ব্যয় ভার বহন করার ঘোষণা দেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন সেখানে উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার বিতরণের পর পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা মূলত মানুষের সেবা দেয়ার জন্যই এখানে এসেছি।আপনাদের সকলের সহযোগিতা পেলে যে কোন মহৎ কাজ করা সহজ হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন