মেহেরপুর প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধে গনটিকা কার্যক্রমের আওতায় মেহেরপুর পৌর এলাকায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে মেহেরপুর পৌর এলাকার ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৫০ জনকে টিকা দেওয়া হবে।
জানা গেছে সকাল থেকে ১ নম্বর ওয়ার্ডে মিশন প্রাথমিক বিদ্যালয়,২ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক, ৩ নম্বর ওয়ার্ডে উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর শেখপাড়া শাকিল রাব্বি ইভানের বাড়ি,৫ নম্বর চক্কর পাড়া টেকনিক্যাল কলেজ, ৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রাঙ্গণ,৭ নম্বর ওয়ার্ডে কবি নজরুল শিক্ষা মন্জিল,৮ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ এবং ৯ নম্বর ওয়ার্ডের মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে টিকা দেয়া হয়।