নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শেষে স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এতে প্রথম পুরস্কার লাভ করেন জুয়েল লাইব্রেরী, দ্বিতীয় নীল মোড়ক পাঠক পরিবার এবং তৃতীয় পপি লাইব্রেরী কে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।