আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর বেলে পাড়ার ২নং ওয়ার্ডের শাফি মীরের ছেলে রাজীব মীর কে ৭ পিচ ইয়াবাসহ আটক করেছে বারাদী ক্যাম্প পুলিশ।গোপন সূত্রের ভিত্তিতে বারাদী ক্যাম্প ইনচার্জ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বারাদী ইউনিয়নের রাজনগর বেলেপাড়ার শাফি মীরের বাড়িতে অভিযান চালায়।এসময় বাড়িতে থাকা রাজীবকে সাত পিচ ইয়াবা সহ আটক করা হয়।। ক্যাম্প ইনচার্জ মফিজুল ইসলাম জানান,
তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।
বিভিন্ন সুত্র বলছে, ইতি পূর্বেও সে কাভার্ড ভ্যানে ফেনসিডিল পাচার করার সময় র্যাবের হাতেও আটক হয়।