Home » মেহেরপুর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে অনুষ্ঠিত

মেহেরপুর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
189 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, মুক্তিযুদ্ধের মহানায়ক ছিল এদেশের জনগণ, আওয়ামী লীগ নয়। এদেশের ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ।
শহীদ রাষ্ট্রপতির এই জন্মবার্ষিকীতে আমরা অঙ্গীকার করতে চাই এই রাষ্ট্র হবে জনতার। সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বৃহস্পতিবার বিকালে বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এছাড়াও মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব জাভেদ।এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পরে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনাই দোয়া অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন