Home » মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন

মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
8 ভিউজ

মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন

মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ কাজের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকার সবসময় আন্তরিক। এ বিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরি হবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন