আজকের মেহেরপুর ডেস্ক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সৈয়দা মোনালিসা ইসলাম দম্পতি এবং সাইদুর রহমান রানা শামিমা রহমান কল্পনা দম্পতির উদ্যোগে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম এবং শামিমা রহমান কল্পনা উপস্থিত থেকে ঈদের পোশাক ও নগদ অর্থ বিতরণ করেন।
মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম ,মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ,মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০৫ শিক্ষার্থীদের নগদ ৫০০ টাকা করে এবং ঈদের পোশাক প্রদান করা হয়।