নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে মেহেরপুর সরকারি কলেজের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরীয়ত উল্লাহ, মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জিয়া উদ্দিন,প্রভাষক বশির উদ্দিন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।