Home » মেহেরপুর মুজিবনগরের সুইট গেট পানিতে ডুবে দুইজন নিখোঁজ।

মেহেরপুর মুজিবনগরের সুইট গেট পানিতে ডুবে দুইজন নিখোঁজ।

কর্তৃক ajkermeherpur
40 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর রসিকপুর সুইট গেট এলাকায় পানিতে গোসল করতে নেমে কৌশিক ও তানভীর নামে দুই যুবক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন বন্ধু মিলে সুইট গেট এলাকার পানিতে গোসল করতে নামেন। এ সময় পানির স্রোতে ভেসে যায় কৌশিক ও তানভীর। তাদের আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ ও মুজিবনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন