নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর-মুজিবনগর সড়ক বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল(২২) ও লিখন (২৫) নামের দুজন আহত। শনিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত রুবেল মেহেরপুরে মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের হিসাব আলীর ছেলে এবং লিখন একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জানাগেছে রাতে মেহেরপুর জে আর পরিবহনের একটি গাড়ি কেদারগঞ্জ যাওয়ার পথে হঠাৎ চকশ্যামনগর মোড়ে কোন সিগনাল ছাড়াই ঘোরাচ্ছিল। এ সময় মেহেরপুর থেকে যাওয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে ধাক্কা মারে। এ সময় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।