নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সংবাদদাতা : আজ ৮ আগষ্ট/২৫ তারিখ রোজ বুধবার বাদ মাগরিব মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের মহিলা রুকন পরিবারের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি সোহেল রানা মোল্লার পরিচালনায় সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল হালিম। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা মাও. তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী,উপজেলা নায়েবে আমীর মাও. ফিরাতুল ইসলাম,জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি আলহাজ্ব জারজিস হুসাইন,সাবেক বায়তুলমাল সেক্রেটারি জনাব আওলাদ হোসেন,মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসার,উপজেলা সহকারি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি ফজলুল হক গাজী।

