মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: ভাইস প্রেসিডেন্ট বকুল, সেক্রেটারি বিজন নির্বাচিত
মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে আল আমিন ইসলাম বকুল এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৪৭ জন ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়—ভাইস প্রেসিডেন্ট পদে আল আমিন ইসলাম বকুল ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ১০৫ ভোট।
অন্যদিকে, সেক্রেটারি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দী কাজী মিজান মেনন পেয়েছেন ৮৮ ভোট।
বিজয়ী অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন— নুর রহমান (২২১ ভোট), একেএম আনোয়ারুল হক কালু (২৫৩ ভোট), মাজাহারুল ইসলাম (২০৯ ভোট), মো. নজরুল ইসলাম (১৭৭ ভোট) ও সোহেল রানা (১৯৬ ভোট)।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা আশাদুল ইসলাম ও আবু তালেব।
নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

