মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাংস্কৃতিক উৎসব উদযাপনের অংশ হিসেবে দলীয় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দলীয় নিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পারমিতা ভট্টাচার্যের সঞ্চালনায়, জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
এর আগে জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান এবং নৃত্যানুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক পল্লব ভট্টাচার্য প্রদীপ জ্বালিয়ে নৃত্যানুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক সেখানে উপস্থিত ছিলেন।