Home » মেহেরপুর শ্যামপুরে বিএনপি থেকে ১১ পরিবার জামায়াতে যোগদান

মেহেরপুর শ্যামপুরে বিএনপি থেকে ১১ পরিবার জামায়াতে যোগদান

কর্তৃক xVS2UqarHx07
107 ভিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর ৮ নং ওয়ার্ড গ্রামে ১১ জন পরিবার বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মী জামায়াতে ইসলামীর যোগদান দেন।

শনিবার এশার নামাজের পর শ্যামপুর ৮ নং ওয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলার সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার , শ্যামপুর ইউনিয়ন আমির মাওলানা মফিদুল ইসলাম , সেক্রেটারি মকলেছুর রহমান, শ্যামপুর ৮নং ওয়ার্ড সভাপতি মিকাইল বিশ্বাসসহ শ্যামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীদের হাতে ফুল ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন