নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান- নছিমনের ধাক্কায় পঞ্চায়োর্দ্ধ এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়নি।
এলাকায় সুত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ও নারী গোপালপুর বাজার ও থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকার মধ্যে চলাফেরা করতেন। গোপালপুর বাজারে গেল কয়েকদিন থেকে অবস্থান করছেন। স্থানীয় লোকজন তাকে খাবার দিয়ে সহযোগিতা করে। ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় মেহেরপুরগামী গরু বোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে পড়ে মাথায় রক্তাত্ব জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নছিমন ফেলে পালিয়ে যায় চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, মরদেহ এবং নছিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।