Home » মেহেরপুর সদরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল বালিকায় মোমিনপুর চ্যাম্পিয়ন

মেহেরপুর সদরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল বালিকায় মোমিনপুর চ্যাম্পিয়ন

কর্তৃক ajkermeherpur
34 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:৯

মেহেরপুর সদর উপজেলায় অনুষ্ঠিত ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল বালিকা বিভাগে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে বৃহস্পতিবার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ২৫-১৩ ও ২৫-১৬ পয়েন্টে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

খেলায় শুরু থেকেই মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও সমন্বিত দলগত পারফরম্যান্স প্রদর্শন করে। শক্তিশালী সার্ভ, নিখুঁত রিসিভ এবং আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে তারা। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মোমিনপুরের আধিপত্য ভাঙতে পারেনি।

খেলা শেষে উপস্থিত শিক্ষক, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্কুল পর্যায়ে ক্রীড়াচর্চা আরও বেগবান করবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন