মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার দুপুরের দিকে মনোহরপুর গ্রামের সুজন আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় মনোহরপুর গ্রামের নাতান আলীর ছেলে সুজন আলীর বাড়ির পাশে রাখা পাটখড়ির গাদায় আগুন লেগে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে।