আমঝুপি অফিস;
অভিযানের খবর জানতে পেরেই জবাই করা রোগাক্রান্ত একটি ভেড়া ও একটি ছাগল ফেলে পালালো দুজন কসাই। বুধবার মেহেরপুর সদর উপজেলার বারাদী ছাগল হাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়াদী ছাগল হাট পরিদর্শনে যান কর্মকর্তারা। ঠিক তার আগেই বাড়াদী ছাগলের হাট একটি রোগাক্রান্ত ছাগল এবং একটি রোগাক্রান্ত ভেড়া জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে দুই কসাই ছাগল এবং ভেড়া ফেলে রেখে পালিয়ে যায়।বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কসাই দুজন ফিরে না আসায় শেষ পর্যন্ত জবাই করা রোগাক্রান্ত ছাগল ও ভেড়া টি মাটির পুঁতে ফেলা হয়।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান হাটগুলোতে অসুস্থ, রোগাক্রান্ত ছাগল জবাই করে মেহেরপুর শহরের বিভিন্ন হোটেলে কম দামে মাংস বিক্রি করা হয়ে থাকে। এখন থেকে হাটগুলোতে নজরদারি বাড়ানো হবে বলেও তারিকুল ইসলাম জানান।