আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে ট্রাক্টারের ধাক্কায় মোঃ মিনাজ উদ্দিন নামের এক ইজিবাইক যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজনগর ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মিনহাজ উদ্দিন মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ কলনিপাড়ার ইয়াদ আলীর ছেলে।
জানা গেছে আহত মিনহাজ উদ্দিন আমঝুপি থেকে ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথে ইজিবাইকটি রাজনগর ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকের যাত্রী মিনহাজ উদ্দিন ইজি বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।