Home » মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে পুলিশের মোটরসাইকেল চেকপোস্ট কার্যক্রম

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে পুলিশের মোটরসাইকেল চেকপোস্ট কার্যক্রম

কর্তৃক ajkermeherpur
72 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে পুলিশের মোটরসাইকেল চেকপোস্ট কার্যক্রম

প্রতিনিধি: তন্ময় সাহা

মেহেরপুর সদর উপজেলার ব্যস্ততম এলাকা আমঝুপি বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আজ বিকালে আমঝুপি বাজার ও আশপাশের এলাকায় পুলিশের একাধিক টিম অবস্থান নিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের কাগজপত্র যাচাই করেন। এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, হেলমেট ব্যবহার ও যানবাহনের বৈধতা খতিয়ে দেখা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,
অবৈধ মোটরসাইকেল চলাচল, চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম না মানা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

চেকপোস্ট চলাকালীন সময় বাজার এলাকায় যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিলেও পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে।

পুলিশ আরও জানায়,
আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাধারণ জনগণকে যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন