নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজা সহ ওয়াজেদ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাতে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াজেদ শেখ মেহেরপুর সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এসআই হাবিবের নেতৃত্বে এএসআই শাকিল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলা রায়পুর গ্রামে অভিযান চালান। এসময় ওয়াজেদ সেক আটক করার পর তার কাছ থেকে ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এঘটনায় ওয়াজেদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে পূর্বের আরও দুটি মাদকের মামলা রয়েছে।