Home » মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকার মহড়া অনুষ্ঠিত

মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকার মহড়া অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
195 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানকে ঘিরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকার মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মারব জাতীয় পতাকা ও পঞ্চাশের মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভিপুর মাদ্রাসা, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাদ্রাসা, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়,মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছেলে মেয়ে ৫০ ও জাতীয় পতাকায় অংশগ্রহণ করছে।

চূড়ান্ত মহড়া দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মাশতুরা আমিনা প্রমূখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনমুগ্ধকর এ মানব পতাকা অনুষ্ঠিত হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন