Home » মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোমানা আহমেদ

মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোমানা আহমেদ

কর্তৃক ajkermeherpur
60 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলের বৃহত্তর স্বার্থ ও সংগঠনের ঐক্য অটুট রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই সক্রিয় থাকব। দলের যেকোনো কর্মসূচিতে আমার ভূমিকা অব্যাহত থাকবে।”
তার এই সিদ্ধান্তে মেহেরপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, রোমানা আহমেদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, রোমানা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর রোমানা আহমেদের পক্ষে একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে। এরপরই তিনি নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।
দলীয় সূত্র জানায়, রোমানা আহমেদের এই সিদ্ধান্ত দলের প্রতি তার আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন। তার দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ভবিষ্যতে দল করবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন