Home » মেয়াদউত্তীন, তারিখ উল্লেখ বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি বিভিন্ন অপরাধে মালিকের নিকট থেকে জরিমানা আদায়

মেয়াদউত্তীন, তারিখ উল্লেখ বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি বিভিন্ন অপরাধে মালিকের নিকট থেকে জরিমানা আদায়

কর্তৃক xVS2UqarHx07
188 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেয়াদউত্তীন, তারিখ উল্লেখ বিহীন বিভিন্ন খাদ্য পন্য তৈরী অন্য বেকারীর নামে রুটি তৈরী। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি এবং বিভিন্ন অপরাধে কীটনাশক ও বেকারি মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমান অভিযান চালিয়ে মেহেরপুর কাথুলী সড়কের ছহিউদ্দীন ডিগ্রী কলেজের পাশে এসএম ট্রেডার্স এর মালিক শরিফুল ইসলাম ও আল্লাহর দান বেকারীর মালিক জমিরুল ইসলামের নিকট থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান ছহিউদ্দীন ডিগ্রী কলেজের পাশে এসএম ট্রেডার্স এর মালিক মনিরুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের কীটনাশকের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করা সহ বেশি দামে কীটনাশক বিক্রি করায় ৪০,৫২ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একই দিনে আল্লাহ দান বেকারীতে অভিযান চালিয়ে মেয়াদউত্তীন তারিখ উল্লেখ বিহীন বিভিন্ন খাদ্য পন্য তৈরী অন্য বেকারীর নামে রুটি তৈরী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিভিন্ন অপরাধে বেকারীর মালিক কুলবাড়িয়া গ্রামের জান মোহাম্মদ এর ছেলে জমিরুল জামিরুল রেকর্ড থেকে ৩৭ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন