নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ রাতে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
দিবসের প্রথম প্রহরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়। এদিন সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে বীর মুক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।