Home » যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান

যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান

কর্তৃক xVS2UqarHx07
66 ভিউজ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফার নেতৃত্বে ছাত্রদল-যুবদলের ১৫ নেতা-কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে।

যোগদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং অন্যান্য দলীয় নেতা-কর্মী।

যোগদানকৃতদের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি এম এইচ মোস্তফা ও সদর উপজেলা যুবদলের সদস্য সাহাবুল ইসলাম প্রধান ছিলেন। অন্য ১৩ জন হলেন: মিলন আলী, হাফিজুল ইসলাম, আরাফাত হোসেন, তেঁতুল হোসেন, আশরাফুল ইসলাম, দুল আমিন রহমান, দুঃখু মিয়া, আকমান হোসেন, রিফাত আলী, সাব্বির হোসেন, জাহিদ মাহমুদ, মানিক মিয়া ও রিয়াদ হোসেন।

এদিকে, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা ও সদস্য সাহাবুল ইসলাম জামায়াত ইসলামীতে যোগদানের পর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের বহিষ্কারের তথ্য জানা গেছে। জেলা যুবদলের আহ্বায়ক শরিফউজ্জামান সিজার এই বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

জমায়াত ইসলামীর চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম বলেন, ১৫ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। তারা আমাদের ভাই এবং সহযোদ্ধা, ভালো-মন্দে সব সময় পাশে থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন