Home » রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা: জন্মদিন ঘিরে বাড়তে পারে অস্থিরতা।

রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা: জন্মদিন ঘিরে বাড়তে পারে অস্থিরতা।

কর্তৃক ajkermeherpur
43 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে দেশজুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এসব মিছিলে দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক পুনর্বহালের দাবি তোলা হবে বলে একাধিক সূত্র জানায়। দলটির নেতাকর্মীরা মনে করেছেন, শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সবচেয়ে ‘বড় উপহার’। তবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের মিছিল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

জানা গেছে, সারাদেশে একযোগে জেলা, উপজেলা, বিভাগীয় শহর ও রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক এঁকেছেন আওয়ামী লীগের নেতারা। পরিকল্পনা বাস্তবায়নে দেশে ও বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করছেন। এতে সমন্বয় করছেন গাজীপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকার কিছু দায়িত্বশীল নেতা।

এছাড়াও রাজধানী ঢাকার প্রবেশমুখের ৭ থেকে ৮ স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা করা হয়েছে। কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হবে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজে গ্রেপ্তার এড়াতে পারে। এ ক্ষেত্রে গত কয়েক দিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে ‘রিহার্সেল’ হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কার্যক্রমে পুলিশের তৎপরতা কী জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পূজা নিরাপত্তায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক রয়েছে ডিএমপি পুলিশ। আগামীকাল শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক রয়েছে ডিএমপি পুলিশ। প্রকাশ্যে আসলেই প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে এই দলের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতা চলমান থাকবে।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি রাজধানীতে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। বেড়েছে মিছিলের সংখ্যা। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত ২০টি বড় ও মাঝারি মিছিল হয়েছে, যেখানে অংশ নিয়েছে দলটির কয়েক হাজার নেতাকর্মী। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার জন্মদিন ঘিরে এবার আওয়ামী লীগের কর্মসূচি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক হবে। কর্মসূচির মূল ফোকাস থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি। এই কর্মসূচি দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন