Home » রাস্তায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক, গাংনী থানা সরকারি মুঠোফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন ।

রাস্তায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক, গাংনী থানা সরকারি মুঠোফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন ।

কর্তৃক xVS2UqarHx07
159 ভিউজ

আমঝুপি অফিস:

 

রাস্তায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক, গাংনী থানা সরকারি মুঠোফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন ।

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে ৩ টি ককটেল জাতীয় বোমার বিস্ফোরণ ঘটায়।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ডাকাত দল পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায়। তারা এক বেকারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং এক সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় একটি মোটরসাইকেল তাদের ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তিনটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে। বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীর এগিয়ে আসলে ডাকাতের দল পালিয়ে যায়। এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ঘটনার পরপরই অনেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইলের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন