Home » লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
481 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশ রামগতি উপজেলার মেঘনা নদীর চরআলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, দুপুরে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই লাশটি তিন থেকে চার দিন আগের হতে পারে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট রয়েছে। তার প্যান্টের পকেটে একটি রেডমি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন