Home » শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আবারোও আইনি নোটিশ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আবারোও আইনি নোটিশ

কর্তৃক xVS2UqarHx07
430 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্কঃ

করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর-২১ইং) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয়জনকে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সাতদিনের মধ্যে আবারোও সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে গত ২০২০ সালের ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফার বন্ধের সময় বাড়িয়ে চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত রেখে ১২ সেপ্টেম্বর-২১ ইং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রদান করেন।

সূত্র: আরটিভি

০ মন্তব্য

You may also like

মতামত দিন