মেহেরপুর প্রতিনিধি:
শিশু বলাৎকারকারী গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন।
শিশু বলাৎকারের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৬ এপ্রিল) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আমঝুপি ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রত্যেকটি স্তরকে আরও সচেতন হতে হবে। গোলাম মোস্তফার ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, এমন অপরাধের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করে এবং ” যৌন হেনস্থা বন্ধ হোক”, “ধর্ষক মোস্তফার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন।
পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
এদিকে অভিযুক্ত গোলাম মোস্তফাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
সাধারণ মানুষের দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।