Home » “শুভ জন্মদিন আপা”— শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে পোস্ট সাকিবের

“শুভ জন্মদিন আপা”— শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে পোস্ট সাকিবের

কর্তৃক xVS2UqarHx07
91 ভিউজ

ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানান সাকিব।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে পুরোনো একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন আপা”।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। আর ৫ আগস্ট সরকার বিদায়ের পর রাজনৈতিক পটপরিবর্তনে সাকিবের মাথায় হত্যা মামলার খড়্গ। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়টা শেষ করতে চেয়েছিলেন সাকিব।


ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না মেলায় দেশে ফেরা একপ্রকার বন্ধ হয়ে যায় সাকিবের। এরপর থেকে পরিবারের সঙ্গে সেখানেই থাকছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

০ মন্তব্য

You may also like

মতামত দিন