Home » সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে বৃদ্ধ নিহত

সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে বৃদ্ধ নিহত

কর্তৃক ajkermeherpur
13 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলা মোটরসাইকেল শোডাউনের সময় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাতিজা শামসুজ্জামান জানান, চাচা নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয়।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবল হোসেন বলেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া জামায়াতের মোটরসাইকেল শোডাউনটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। ঠিক ওই সময়ে রাস্তা পার হওয়ার সময় ফজর আলী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। তিনি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা খেয়ে পড়ে মারা যান। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিহতের পরিবারের কেউ অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন