Home » সিএফএইচ মেহেরপুর জেলা ইউনিটের সদস্য সচিব হলেন বৃষ্টি মুন্সি

সিএফএইচ মেহেরপুর জেলা ইউনিটের সদস্য সচিব হলেন বৃষ্টি মুন্সি

কর্তৃক ajkermeherpur
494 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মানবতা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবার মহৎ আদর্শে অনুপ্রাণিত অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি (CFH)–এর মেহেরপুর জেলা ইউনিটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৃষ্টি মুন্সি।
গত ১৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুর জেলা ইউনিটের কার্যক্রম ও ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা।
কেন্দ্রীয় কমিটির নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল পর্যায়ে মানবসেবা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মেহেরপুর জেলা ইউনিট গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য অনুমোদিত জেলা কমিটিতে বৃষ্টি মুন্সিকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত সদস্য সচিব বৃষ্টি মুন্সি বলেন, “সংগঠনের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করাই আমার মূল লক্ষ্য। মানবতার কল্যাণে কাম ফর হিউম্যানিটির কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো।”
কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করে জানায়, তাঁর দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতায় মেহেরপুর জেলা ইউনিটের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন