সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী নদী যাদুকাটা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী থেকে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাদুকাটা নদীতে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক নবজাতক শিশুর লাশটি পানির উপরে ভেসে উঠতে দেখে। পরে শ্রমীকরা লাশটি কে উদ্ধার করে নদীর পাড়ে বালুর উপর নিয়ে রাখেন। ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।