Home » সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে মদ,গরু,ট্রলি মটরসাইকেল সহ কয়ল,আটক

সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে মদ,গরু,ট্রলি মটরসাইকেল সহ কয়ল,আটক

কর্তৃক xVS2UqarHx07
277 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে।
ভারতীয় মদ, গরু, মটরসাইকেল, পাথর, চিনি, কয়লা এবং ইঞ্জিন চালিত ট্রলি আটক।

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলায় আশাউড়া বিওপির টহল দল ১৯ মার্চ শনিবার ৩:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২২/৬-এস এর নিকট হতে আনুমানিক (৫০গজ) বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২,০০০/- টাকা।

একই উপজেলার নারায়নতলা বিওপির টহল দল ৬:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সদর উপজেলার ১নং জাহাংগীর নগর ইউনিয়নের ডুলুরা নামক স্থান হতে (৪টি) ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১,৮৫,০০০/- টাকা।

জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহল দল ৪:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক (২০০গজ) বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক স্থান হতে ১,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলারয় ১৮ মার্চ শুকবার ৮:১৫ ঘটিকায়
মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে আনুমানিক (৩০০ গজ)বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে (১১বোতল)
ভারতীয় মদ এবং (১টি) মটরসাইকেলসহ
(১ জন আসামী) আটক করে, যার আনুমানিক মূল্য ১,১৬,৫০০/- টাকা।

একই উপজেলা
চিনাকান্দি বিওপির টহল দল ৮:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/৭-এস এর নিকট হতে আনুমানিক (১০০গজ) বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (২২বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩,০০০/- টাকা।

একই দিনে
সুনামগঞ্জ সদর উপজেলার
ডুলুরা বিওপির টহল দল ১১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক (২০০গজ) বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাংগীরনগর ইউনিয়নের পূর্ব ডুলুরা নামক স্থান হতে (৮০) ঘনফুট ভারতীয় পাথর এবং (২টি) ইঞ্জিন চালিত ট্রলি আটক করে, যার আনুমানিক মূল্য ৬,০৯,৬০০/- টাকা।

বনগাঁও বিওপির টহল দল ৭:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে (৮০) কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
অধিনায়ক
মো: মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গরু, পাথর, চিনি, কয়লা এবং ইঞ্জিন চালিত ট্রলি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আসামীসহ আকটকৃত মদ ও মটরসাইকেল বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং
সর্বমোট সিজার মূল্য ১০,৩৮,৭৫০/- টাকা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন