সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার বিভিন্ন পয়েন্টে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি’র) অভিযানে
ভারতীয় কয়লা, গোল্ডেন টি, কসমেটিকস সামগ্রী এবং বাংলাদেশী মটর ডাল আটক।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ট্যাকেরঘাট বিওপির টহল দল (২২সে) সেপ্টেম্বর বুধবার প্রায় ৪:২০মি: সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৫০০/- টাকা।
একই দিনে অন্য একটি পয়েন্টে
ট্যাকেরঘাট বিওপির টহল দল ৮:৫০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৮৩২/- টাকা।
অপরদিকে উপজেলার
লাউরগড় বিওপির টহল দল ৬:৩০ মিঃ সময় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫,২০০/- টাকা।
অপর দিকে
২১সে সেপ্টেম্বর বিকাল প্রায় ৫:০০ ঘটিকায়
ট্যাকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী ও ০৪ প্যাকেট গোল্ডেন টি আটক করে, যার আনুমানিক মূল্য ২,৩০৬/- টাকা।
জেলার দোয়ারাবাজার উপজেলা
বাগানবাড়ী বিওপির টহল দল ৮:০০ ঘটিকায় সময় সীমান্ত মেইন পিলার ১২২৭ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ২০০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৮,০০০/- টাকা।
অধিনায়ক
তসলিম এহসান, পিএসসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
সর্বমোট সিজার মূল্য ২৬,৮৩৮/= টাকা এবং
আটককৃত ভারতীয় কয়লা, গোল্ডেন টি, কসমেটিক সামগ্রী এবং বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।