নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরে দুই সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলায় আব্দুর রহিম নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর ভোটকেন্দ্রে ভোটদান পর্ব শেষ হওয়ার পরপরই আরিফুল ইসলাম ও ডালিম মিয়া নামের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেখানে সংঘর্ষ বেধে গেলে আব্দুর রহিম আহত হয়। আব্দুর রহিম ইউপি সদস্য প্রার্থী আরিফুল ইসলামের সমর্থক বলে তিনি জানান।