এম. সোহেল রানা; বার্তা সম্পাদকঃ
“সূর্যোদয় আবৃত্তি সংসদ”এর মেহেরপুরে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর উপলক্ষ্যে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে (৫ম পর্ব) কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ডিসেম্বর-২১ইং) বিকেল সাড়ে ৩ঘটিকায় “আমার স্বদেশ আমার অহংকার” শীর্ষক আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সূর্যোদয় আবৃত্তি সংসদের বিজয়ের আবৃত্তি উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সূর্যোদয় আবৃত্তি সংসদের সভাপতি ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.গাজী রহমান। সাধারণ সম্পাদক নূর আলমের উপস্থাপনায় স্বরচিত ও নির্বাচিত কবিতা আবৃত্তি করেন- কবি আবু লায়েছ লাবলু, শফিকুর রহমান সেন্টু, শাহিন খান, ছড়াকার মুহাম্মাদ মহসীন, আসাদুল ইসলাম খোকন, ফিরোজা খাতুন, সাইফুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।