নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার সিদ্ধান্তের প্রতিবাদে ৩ দিনের হরতালসহ ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তারা চারটি আসন বহাল রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট বাতিলের আহ্বান জানিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম, জামায়াত, জুমায়েতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার (৭ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন, সোমবার (৮ সেপ্টেম্বর) হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল এবং ১০-১১ সেপ্টেম্বর পুনরায় হরতাল পালন করা হবে। এছাড়া বিএনপি ও জামায়াতের নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা চারটি আসন বহাল রাখতে আইনি পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বিদ্যমান ছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে জেলায় তিনটি আসন রাখার সিদ্ধান্ত দেয়। এর ফলে স্থানীয় রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করে আসছে।
সূত্র:জনবীনৌ